জাতীয় পুষ্টিসেবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  • slider
  • slider
  • slider
  • slider
  • slider

মাতৃদুগ্ধ বিষয়ক কর্মশালা ২০২২

আজ ৪ সেপ্টেম্বর ২০২২, রোজ রবিবার জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) এর একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আইওয়াইসিএফ (IYCF) এর ‘Workshop on Improving Status of Breastfeeding: Lesson learning and way forward’ শীর্ষক একটি কর্মশালা পদ্মা হল, হোটেল সোনারগাঁও প্যান প্যাসিফিক, ঢাকা তে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ মজিবুল হক, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়াও সভায় ডাঃ এস এম মোস্তাফিজুর রহমান, লাইন ডাইরেক্টর, জাতীয় পুষ্টিসেবা এবং ডাঃ এস কে রায়, চেয়ারপার্সন, বিবিএফ উপস্থিত ছিলেন। এই কর্মশালার ফলাফলস্বরূপ মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধি করতে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ে দিক নির্দেশনা মূলক বিষয়গুলো তুলে ধরা।