এক নজরে বাংলাদেশের পুষ্টি কার্যক্রমের ইতিহাস
১। সংবিধান সংযুক্ত করা হয়েছে { ১৯৭২-১৮(১) }
২। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর জন্ম -১৯৭৪
৩। বিএনএনসি স্থাপন -১৯৭৫ ।
৪। ন্যাশনাল প্ল্যান অব এ্যাকশন নিউট্রিশন (NPAN) ১৯৯৭
৫। ১৯৯৬ বিআইএনপি (৬১ উপজেলা) ১৬% কভারেজ
৬। ২০০৪ জুন ২০১১ এনএনপি (১৬৭ উপজেলা) ৩৪% কভারেজ
৭। ২০০৬ সালে এনএনপি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা কর্মসূচীর অধিভুক্ত হয়।
৮। ৩য় সেক্টর প্রোগ্রাম (HPNSDP) এর আওতায় জাতীয় পুষ্টি কার্যক্রম (এনএনপি)-কে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন)-এর সাথে সমন্বয় করে একটি একক কার্যক্রম ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস (এন এনএস) নামের কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। দেশের ৬৪টি জেলার সব কটি জেলায় জুলাই ২০১১ থেকে জুন ২০১৬ পর্যন্ত এই অপারেশনাল প্ল্যানটি বাস্তবায়িত হয়।
৯। জাতীয় পুষ্টি নীতি, ২০১৫
১০। ২০১৭ সালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনা-২ অনুমোদন করেন।
১১। ৪র্থ সেক্টর প্রোগ্রাম (HPNSP) এর আওতায় জানুয়ারী, ২০১৭ থেকে জুন, ২০২৪ পর্যন্ত জাতীয় পুষ্টিসেবার
অপারেশন প্লানটি বাস্তবায়িত হবে।
এম এ আকমল হোসেন আজাদ
সিনিয়র সচিব স্বাস্থ্য সেবা বিভাগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
১৬২৬৩ নম্বরে
কল করুন সেবা নিন