জাতীয় পুষ্টিসেবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  • slider
  • slider
  • slider
  • slider
  • slider

> ভিশন ও মিশন

ভিশন ও মিশন:

বাংলাদেশের শহর ও গ্রাম এলাকার জনগনের বিশেষত শিশু, কিশোর, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, বয়স্ক, গরীবসহ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অপুষ্টির হার কমান ও পুষ্টি অবস্থার উন্নতি সাধন করা।

বর্তমানে পরিচালিত মূল কার্যক্রমগুলো হলঃ

১। পুষ্টি বিষয়কে সংশিস্নষ্ট অন্যান্য পরিকল্পনা ও কার্যক্রমের সাথে একীভূত করার প্রক্রিয়াকে আরও জোড়দার

 করা।

২। স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ সংশিস্নষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাসমূহের পুষ্টি সেবাকে আরও বেগবান করার মাধ্যমে শিশু, কিশোর, গর্ভবর্তী ও দুগ্ধদানকারী মা, বয়স্ক, গরীবসহ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অপুষ্টি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা ।

৩। বহু খাতভিত্তিক কার্যক্রম জোড়দার করা এবং সংশিস্নষ্ট সব খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা

৪। খাদ্য নিরাপত্তা কার্যক্রম জোড়দার করা সহ জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধিকরা

৫। স্বাস্থ্য ব্যবস্থাপনার তথ্য প্রযুক্তি (HMIS) ব্যবহার করে পরীবিক্ষণ, মূল্যায়ন ও নিবীড় তদারকী জোড়দার

করা।