আজকে ০৮/১১/২৩ তারিখে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে জাতীয় পুষ্টিসেবা(এনএনএস)এর সহযোগিতায় এবং WHOএর অর্থায়নে কৈশোর কালীন পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত কিশোর কিশোরীদের তাদের বয়সভিত্তক পুষ্টি ;সুষম খাবার গ্রহণের প্রয়োজনীয়তা;মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে অলোচনা করা হয়।এছাড়া রক্তসল্পতার কারন ও প্রতিকার এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয় এ আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন ডা:মো:বদিউজ্জামান উপ পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর,ডাঃমইনুল হক খান সহকারী পরিচালক,স্বাস্থ্য অধিদপ্তর , ডাঃ নন্দলাল সূত্রধর, ডেপুটি প্রোগ্রাম মানেজার, এনএনএস,ডা: মাহফুজা হক,এনএনএস, ডা: বেনুলাল বনিক,স্বাস্থ্য অধিদপ্তর, ডা: জান্নাতুন নাইম, এনএনএস,ডা: ফাহিম হাসান,স্বাস্থ্য অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে ডা: আরিফুল কবীর, ইউএইচএফপিও, ডা: নুসরাত জান্নাত কনসালটেন্ট এনেস্থিসিয়া, ডা: রাশেদুল ইসলাম আরএমও এবং সিএইচসিপি সহ এলাকার কমিউনিটি ক্লিনিকের সভাপতি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এম এ আকমল হোসেন আজাদ
সিনিয়র সচিব স্বাস্থ্য সেবা বিভাগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
১৬২৬৩ নম্বরে
কল করুন সেবা নিন