শিশু স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার অন্যতম নিয়ামক হল মাতৃদুগ্ধ। জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ানো, ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশপাশি ঘরে তৈরী বাড়তি খাবার নিশ্চিত করা হলেই শিশুর যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা যায়। জাতীয় পুষ্টিসেবা (এন এন এস ) শিশু পুষ্টি উন্নয়নে দেশব্যাপী ব্রেষ্ট ফিডিং সহায়তা ও ওকেতানি ল্যাকটেশন ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। মাতৃদুগ্ধ দান সম্পর্কে পরামর্শ দানের মাধ্যমে মায়েদের উদ্বুদ্ধ করে শিশুর স্বাস্থ্য ও পুষ্টির সিংহভাগ নিশ্চিত করা সম্ভব। কিন্তু শিশুকে সঠিকভাবে মায়ের দুধ খাওয়ানোর নিয়ম না জানার ফলে মায়েরা বিভিন্ন রকম স্তনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে পরামর্শদান, অবস্থান ও সংস্থাপন শিখানো ও "ওকেতানি স্তন ম্যাসাজ"-এর মাধ্যমে মায়েদের সমস্যা সহজেই সমাধান করা যায়। মায়ের স্তনে দুধের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধির জন্যও এর গুরুত্ব অপরিসীম। অনেকক্ষেত্রে নবজাতকের স্তন চোষার ক্ষমতা কিছুটা কম থাকতে পারে এবং শিশুর জন্মের প্রথম তিন দিনে মায়ের স্তন ফোলা, স্তন প্রদাহ সহ বিভিন্ন সমস্যা দেখা যায়। "ওকেতানি স্তন ম্যাসাজ"-এর মাধ্যমে সহজেই এসব সমস্যার সমাধান করা যায়। ওকেতানি কৌশল সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে প্রসূতী মায়েরা বুকের দুধ খাওয়ানোর বিষয়ে যে সব প্রতিবন্ধকতার সম্মুখীন হন যেমন দুধ যথেষ্ট তৈরি না হওয়া, স্তনের কোন সমস্যা যেমন প্রদাহ, কোন কারনে দুধের প্রবাহ বন্ধ হয়ে যাওয়া, এগুলি অতিক্রম করা সম্ভব। এই কৌশল প্রয়োগের মাধ্যমে মা আত্নবিশ্বাস ফিরে পান এবং আরাম বোধ করতে পারেন। ওকেতানি কৌশলের যথাযথ প্রয়োগ ও প্রচার বুকের দুধ খাওয়ানোর পরিস্থিতি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। দেশব্যাপী মাস্টার ট্রেইনার তৈরির লক্ষে জাতীয় পুষ্টিসেবা (এন এন এস ) এর পরিচালনায় এবং জাইকার আর্থিক সহযোগীতায় সকল বিভাগের জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহ থেকে ব্রেষ্ট ফিডিং সহায়তা ও ওকেতানি ল্যাকটেশন ম্যানেজমেন্ট প্রশিক্ষণের জন্য সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফের সমন্বয়ে (৮টি বিভাগ হতে ৫ জন করে মোট ৪০ জন) শিশু মাতৃ স্বাস্থ্য ইনিষ্টিটিউট, মাতুয়াইল এ ১ম ব্যাচের আবাসিক ট্রেনিং শুরু হয়েছে।
অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, লাইন ডিরেক্টর, জাতীয় পুষ্টিসেবা , ডাঃ মফিজুল ইসলাম,প্রোগ্রাম ম্ানেজার ,ডাঃ সাইফুল ইসলাম, প্রোগ্রাম ম্ানেজার , ডাঃ নন্দলাল সূত্রধর , ডেপুটি প্রোগ্রাম ম্ানেজার ,ডাঃ সাহেদ ইমরান ,আইসিএমএইচ এবং দুইজন মাস্টার ট্রেইনার এর সমন্বয়ে উক্ত ট্রেনিং পরিচালিত হচ্ছে